সিলেটে কালবৈশাখীর সঙ্গে শিলাবৃষ্টি!
- আপডেট সময় : ০৪:০০:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪
- / ২০৭২ বার পড়া হয়েছে
সিলেটে কালবৈশাখীর তাণ্ডবের সঙ্গে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। বড় বড় শিলাখণ্ডের আঘাতে অসংখ্য বসতবাড়ির জানালার কাচ ভেঙে গেছে। ফসলের ক্ষতির শঙ্কাও করছেন কৃষকরা। এ ছাড়াও অনেক যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানিয়েছেন স্থানীয়রা।
রোববার (৩১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ঝড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় বজ্রপাতও। কিছু সময় শুরু হয় বৃষ্টি। সঙ্গে পড়তে থাকে শিলাও। ১০-১৫ মিনিট স্থায়ী ছিল শিলাবৃষ্টি।
নগরবাসী গণমাধ্যমকে জানান, ঝড়োবৃষ্টির সঙ্গে শিলাও পড়েছে। বড় বড় শিলা দেখে হতবাক হয়ে যান নগরীর বাসিন্দারা। এক দোকানি বিশাল আকৃতির এক শিলা কুড়িয়ে পান। যার ওজন মেপে দেখেন ২০৩ গ্রাম। এছাড়া নগরীতে ১০০ গ্রাম ওজনেরও শিলা পড়েছে বেশি।
সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন গণমাধ্যমকে বলেন, বছরের এই সময়ে ঝড়ের সঙ্গে বৃষ্টিকে কালবৈশাখি বলা হয়ে থাকে। কালবৈশাখিতে সাধারণত শিলাবৃষ্টি হয়।