সিলেটে চলছে বিএনপির বিভাগীয় গণসমাবেশ
- আপডেট সময় : ০৩:৪১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
নির্ধারিত সময়ের ৩ঘন্টা আগেই শুরু হয়েছে বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশ। মঞ্চে আছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা।
সকাল থেকেই খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিসহ বিভিন্ন স্লোগান মুখর সমাবেশস্থল। ভোর হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন জেলা-উপজেলা থেকে প্ল্যাকার্ড, ব্যানার এবং ধানের শীষ হাতে বড় বড় মিছিল নিয়ে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে আসতে থাকেন নেতাকর্মী-সমর্থকরা। পরিবহন ধর্মঘটের সব বাধা এড়িয়েই বিএনপি নেতাকর্মীরা সিলেটে পৌঁছান সমাবেশের দুদিন আগ থেকেই। সমাবেশ কেন্দ্র করে নগরীর গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বসানো হয়েছে ১৯টি চেকপোস্ট। চারটি মোবাইল টিমসহ পুলিশের একাধিক দল কাজ করছে বলে জানান স্থানীয় পুলিশ সুপার। জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২৬ নভেম্বর কুমিল্লা এবং ৩ ডিসেম্বর রাজশাহীতে গণসমাবেশ করবে বিএনপি। ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের মধ্য দিয়ে শেষ হবে আন্দোলন কর্মসূচি।