সিলেটে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
- আপডেট সময় : ১০:১২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
- / ১৬৩৯ বার পড়া হয়েছে
সিলেটে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকছে বিভিন্ন এলাকা। গ্রাহক চাহিদা মেটাতে না পেরে অসহায়ত্ব প্রকাশ করেছে খোদ বিদ্যুৎ বিভাগ।
সিলেট বিভাগে দৈনিক বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে ২৩৪০ মেগাওয়াট। বিভাগের ৪ জেলায় বিদ্যুতের গড় চাহিদা ৭০০ মেগাওয়াট। চাহিদার বিপরীতে জাতীয় গ্রিড থেকে গড়ে সরবরাহ হচ্ছে ৪০০ মেগাওয়াটের মতো বিদ্যুৎ। নিয়মিতই বিদ্যুতের ঘাটতি থাকায় সিলেটে দিনের এক তৃতীয়াংশ সময় লোডশেডিং করতে হচ্ছে বিদ্যুৎবিভাগকে। অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে।
লোডশেডিংয়ের কারণে রাস্তাঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রি হওয়া লেবুর শরবত, বিভিন্ন জুসের চাহিদা বেড়েছে। বিদ্যুৎ সংকটের প্রভাব পড়ছে কর্মক্ষেত্রেও। বিপাকে পড়েছেন শিক্ষার্থীরাও।
সিলেটে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ের কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বিদ্যুৎ বিভাগের শীর্ষ কর্মকর্তাদের সাথেও কথা বলেছেন, দ্রুততম সময়ের মধ্যে সমস্যা সমাধানের আহবান জানিয়েছেন তারা।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, চাহিদা বেড়ে যাওয়ায় লোডশেডিং বেশি হচ্ছে। যদি জাতীয় গ্রিড থেকে সরবরাহ বাড়লে লোডশেডিং কমে আসবে।
বিদ্যুতের সঠিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে দ্রুত সমস্যা সমাধানের দাবি এলাকাবাসীর।