সিলেটে দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতাল
- আপডেট সময় : ০৫:০৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬৫৩ বার পড়া হয়েছে
সিলেটে প্রবাসীদের অনুদানে পরিচালিত বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল আশার আলো দেখাচ্ছে মানুষকে। দরিদ্র রোগীদের বিনামূল্যে ওষুধ দেয়ার পাশাপাশি রোগ নির্ণয়ে অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে দেয়া হচ্ছে চিকিৎসাসেবা। বিশেষজ্ঞ চিকিৎসক টিমের সহযোগিতায় চলছে ক্যান্সারেরও চিকিৎসা।
একটি স্বপ্ন নিয়ে ভারতের কলকাতায় ক্যান্সার সচেতনতা নিয়ে কাজ শুরু করেন সমিরণ দাস। ২০০১ সালে ভারত থেকে ব্রিটেন সফরকালে তিনি বিয়ানীবাজারের প্রবাসীদের ক্যান্সারের সচেতনতা এবং দ্রুত শনাক্তকরণে উদ্যেগে নেওয়ার প্রস্তাব দেন। এ প্রস্তাব দেওয়ার পর বিয়ানীবাজারের প্রবাসীরা তা গ্রহণ করেন। ২০০৯ সালে উদ্যেগ এবং ২০১৫ সালে প্রথম ভিত্তিস্থাপন হয় বিয়ানীবাজার কলেজ রোডের ভূমিতে।
প্রবাসীদের ডোনেশনে সরকারি লিজ নেওয়া ভূমিতে ২০১৫ সালে যাত্রা শুরু করে হাসপাতালটি। সেই থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।
সট্ : ওলিউর রহমান ,ডেপুটি ম্যানেজার,বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল।
বিনামূল্যে সহজেই ক্যান্সারের চিকিৎসা ও সাধারণ চিকিৎসা পেয়ে সন্তুষ্ট রোগীরাও।
উপজেলা পর্যায়ে কাজ করতে গিয়ে নানা প্রতিন্ধকতার মুখোমুখি হচ্ছে হাসপাতালটি। উপজেলা পর্যায়ে প্রধান দক্ষ জনবল না পাওয়ায় নিয়মিত ৬ জন ডাক্তারের পাশাপাশি আউটসোর্সিংয়ের মাধ্যমে দক্ষ ডাক্তারদের হাসপাতালে আনা হয়।
বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল একটি এসোসিয়েট প্রতিষ্ঠান হিসেবে দেখছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলছেন সাধারণ রোগীর চিকিৎসা চলাকালে কারো কারো ক্যান্সার শনাক্ত হয়।
ব্যয়বহুল ক্যান্সার চিকিৎসায় সহযাত্রী হয়ে প্রবাসীরা আশার বাতিঘর হিসেবে পরিচিত পাচ্ছেন সিলেট জুড়ে।