সিলেটে দিয়ে ভারত থেকে পাথর আমদানি বন্ধ

- আপডেট সময় : ০১:১৪:১৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪
- / ২০৮৬ বার পড়া হয়েছে
অতিরিক্ত শুল্কায়নের প্রতিবাদে তামাবিল স্থলবন্দরসহ সিলেটের সব শুল্ক স্টেশন দিয়ে ভারত থেকে পাথর আমদানি বন্ধ রয়েছে। ফলে কোলাহলহীন শূন্যতা ভর করেছে স্থলবন্দর ও শুল্ক স্টেশনগুলোতে। আমদানি বন্ধ থাকায় শ্রমিকরা যেমন বেকার হয়ে পড়েছেন, তেমনি ব্যবসায়ীরাও পড়েছেন বিপাকে। এতে করে সরকার প্রতিদিন হারাচ্ছে প্রায় ৩ কোটি টাকার রাজস্ব। সিলেট থেকে আবু তাহের চৌধুরীর প্রতিবেদন।
৪ জানুয়ারি সিলেট কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের পাঠানো চিঠিতে বোল্ডার পাথরে ন্যূনতম ১৩ ডলার, চিপস পাথরে ১৪ ডলার এবং লাইমস্টোন আমদানিতে সাড়ে ১৩ ডলার নির্ধারণ করে শুল্কায়নের নির্দেশনা দেয়। আগে সিলেটের শুল্ক স্টেশনগুলোতে ১১.৭৫ ডলারের মধ্যে শুল্কায়ন করা হতো। কাস্টমস কমিশনারের এই চিঠির পর ৮ জানুয়ারি থেকে অতিরিক্ত শুল্কায়নের প্রতিবাদে আমদানি বন্ধ করে দেন ব্যবসায়ীরা। আমদানি না থাকায় এর সাথে জড়িত শ্রমিক, চালকরা বেকার হয়ে পড়েন।
ব্যবসায়ীরা নেতারা বলছেন, দফায় দফায় এসেসমেন্ট ভ্যালু বাড়ানোর পাশপাশি ডলার সংকটে ব্যবসা টিকিয়ে রাখা কষ্টকর।
দ্রুততম সময়ের মধ্যে শুল্কায়ন নিয়ে সংকট নিরসন না হলে ব্যবসায়ী ও শ্রমিকদের দূর্ভোগ দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা ।