পুলিশ হেফাজতে যুবকের মৃত্যু, ইনচার্জসহ বরখাস্ত ৪
- আপডেট সময় : ০৬:১২:২২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
সিলেটের বন্দর বাজার ফাঁড়িতে যুবকের মৃত্যু ছিনতাইয়ের সময় গণপিটুনিতে হয়েছে বলে দাবি করেছে পুলিশ। নিহত রায়হানের পরিবারের অভিযোগ, রোববার ভোরে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে তাদের কাছে টাকা দাবি করা হয়। সিসিটিভির ফুটেজে গণপিটুনির কোনো প্রমাণ পাওয়া যায়নি। এ ব্যাপারে তদন্ত শুরু করেছে এসএমপি। বন্দর বাজার পলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আকবরসহ ৪ জন সাসপেন্ড ও ৩ জন ক্লোজড।
রোববার ভোরে সিলেটের কাষ্টঘরে ছিনতাইয়ের সময় গণপিটুনিতে এক যুবক নিহতের খবর আসে। পুলিশ জানায়, স্থানীয় জনতা তাকে গণপিটুনি দেয়। হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। কিন্তু পরিবারের দাবি, ভোরে নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়ি থেকে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে দশ হাজার টাকা নিয়ে যেতে বলা হয় স্বজনদের।
টাকা নিয়ে গেলে, রায়হান অসুস্থ্য বলে জানায় পুলিশ। পরে, যোগাযোগ করতে বলে তারা। সকাল দশটার দিকে বন্দরবাজার ফাঁড়িতে গিয়ে জানতে পারেন তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে গিয়ে শোনেন, রায়হানের মরদেহ হাসপাতালের মর্গে রাখা।
বিকেলে নগরীর আখালিয়া এলাকায় নিহতের স্বজন ও স্থানীয় লোকজন ঘটনার প্রতিবাদে সড়ক আবরোধ করে বিক্ষোভ জানায়। নিহতের স্ত্রী বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় মামলা করেছেন। পুলিশ জানায়, তদন্ত করছে এসএমপি। কাস্টঘর এলাকার ওয়ার্ড কাউন্সিলর সিসিটিভি ফুটেজ দেখে জানান, গণপিটুনির কোনো প্রমাণ পাননি।
ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি দাবি করেছেন, স্থানীয়রা।