সিলেটে প্রতিদিন বাড়তি চাপে সব নমুনা পরীক্ষা সম্ভব হচ্ছে না
- আপডেট সময় : ০৪:০৮:৫২ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
সিলেট বিভাগে করোনার নমুনা পরীক্ষায় দুটি ল্যাব থাকলেও প্রতিদিন বাড়তি চাপে সব নমুনা পরীক্ষা সম্ভব হচ্ছে না। দুটি ল্যাবের সক্ষমতা যেখানে ৩৭৬টি, সেখানে প্রতিদিন নমুনা জমা পড়ছে ৫ শতাধিক। তাই পরীক্ষার জন্য ঢাকায় পাঠাতে হচ্ছে বলে ফলাফল প্রাপ্তিতেও লেগে যাচ্ছে বেশী সময়।
সিলেট বিভাগের মধ্যে বর্তমানে করোনা শনাক্তকরণ পরীক্ষার মাত্র দুটি ল্যাব আছে। একটি ওসমানী মেডিকেল কলেজে, অপরটি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে। যেখান প্রতিদিন পরীক্ষা করা সম্ভব সর্বোচ্চ ৩৭৬টি।
শুরুতে ওসমানীর ল্যাবে সিলেট বিভাগের চারটি জেলার সব নমুনা পরীক্ষা করা হতো। কিন্তু নমুনার চাপ বাড়তে থাকায় ওসমানীর ল্যাবে জমতে থাকে নমুনার স্তপ। ফলে গত মে মাসের শুরুর দিকে এক হাজারেরও বেশি নমুনা ঢাকায় পাঠিয়ে পরীক্ষা করা হয়। শাবির ল্যাব চালু হওয়ার পর সেখানে শুধুমাত্র সুনামগঞ্জ জেলা থেকে সংগৃহিত নমুনা পরীক্ষার কাজ করা হচ্ছে। আর মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নমুনা পাঠানো হচ্ছে ঢাকায়।সিলেট জেলার নমুনা পরীক্ষা করা হচ্ছে ওসমানীর ল্যাবে।
প্রতিনিয়ত করোনা সংক্রমনের সংখ্যা ও নমুনাজট বাড়ার কারনে স্বাস্থ্য অধিদফতর আরো দুটি ল্যাব স্থাপনের প্রস্তাবনা দিয়েছে।
নতুন ল্যাব স্থাপন হলে কমবে নমুনা পরীক্ষার জট।এতে করে চিকিৎসা সেবা আরো দ্রুত দেয়া সম্ভব হবে বলে মনে করছেন চিকিৎসকরা।