সিলেটে বৃষ্টিপাত ও বন্যায় বরো ফসল নষ্ট হওয়ায় দিশেহারা কৃষক
- আপডেট সময় : ০২:৩২:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২
- / ১৬২৯ বার পড়া হয়েছে
সিলেটে ১২দিনের টানা বৃষ্টিপাত ও বন্যায় বেরো ফসল নষ্ট হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে কৃষক। সরকারের প্রণোদনার দাবি করছেন তারা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, ৯৬ শতাংশ ধান বন্যার আগেই কাটা হয়েছে। অতিবৃষ্টিতে ব্যাপক হারে কৃষক ক্ষতিগ্রস্ত হলে যাচাই বাচাই করে সহায়তার ব্যবস্থা করা হবে।
সিলেটে ১২ দিনের টানা বৃষ্টি-বাদল আর বন্যায় হওরাঞ্চলে সংগ্রহ করা বোরো ধান স্তুপের মধ্যে পচে নষ্ট হয়ে গেছে। ভেজা ধানে চারা গজিয়ে খাবার অনুপযোগী হয়েছে কৃষকের শ্রমে-ঘামে উৎপাদিত ফসল।
দাদন ব্যবসায়ীদের কাছ থেকে চড়া সুদে টাকা এনে বোরো লাগাতে খরচ করে কৃষক। কষ্টের ফসল নষ্ট হওয়ায় কৃষকের স্বপ্ন গেছে ভেঙ্গে। একারণে চিন্তায় দিন কাটছে তাদের।
গাছে ৮০ ভাগ পাকলেই ধান কাটা যায়। কিন্তু বেশী লাভের আশায় অনেক কৃষক তা করেনি।
তবে ৯৬ শতাংশ ধান বন্যার আগে কাটা হয়েছে। এখন ব্যাপক ফসল নষ্ট হলে, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা সরকারের কাছে পাঠানো হবে। বরাদ্দ পেলে সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
বৃষ্টি-বন্যায় বোরো ধান ক্ষতিগ্রস্ত হওয়া কৃষকরা ক্ষতিপূরণ পাবে-এমনটাই প্রত্যাশা সবার।