সিলেটে ভবন মালিকরা মানছেন না বহুতল ভবন নির্মাণে বিল্ডিং কোড
- আপডেট সময় : ০২:০২:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩
- / ১৬৮৭ বার পড়া হয়েছে
সিলেট সিটি করপোরেশনে বহুতল ফ্ল্যাটবাড়ির পাশাপাশি নির্মিত হচ্ছে বিপণিবিতান। ভবন মালিকরা মানছেন না বহুতল ভবন নির্মাণে বিল্ডিং কোড। ফলে বাড়ছে অগ্নি দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির আশঙ্কা। বিশেষজ্ঞরা বলছেন, সচেতনতা সৃষ্টি করতে না পারলে অগ্নি দুর্ঘটনা কিংবা প্রাকৃতিক দূর্যোগে বড় ক্ষয়ক্ষতির শঙ্কা থেকেই যাচ্ছে।
বঙ্গবাজার ট্রাজেডির পরপরই আবারো আলোচনায় সিলেটের অগ্নি নিরাপত্তার বিষয়টি। সিলেট সিটি করপোরেশনের আয়তন দ্বিগুণ হওয়ায় গড়ে উঠছে নতুন নতুন বহুতল ভবন। আর এসব ভবন নির্মাণে সিটি করপোরেশনের অনুমোদন ও ফায়ার সার্ভিসের ছাড়পত্র নিলেও ভবন মালিকরা অগ্নি নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিচ্ছেন না। পাশাপাশি ভবনের অনুমোদন দিতে রাস্তা প্রশস্ত করার বিষয়টিও আমলে নেয়া হচ্ছেনা। ফলে সিটি করপোরেশন ও ফায়ার সার্ভিসের দিকে উঠছে অভিযোগের আঙুল।
বহুতল ভবন নির্মাণে ফায়ার সার্ভিসের ছাড়পত্র নিলেও ভবন মালিকরা তা মানছেন না। ফলে অগ্নি দূর্ঘটনায় বিপাকে পড়তে হয় ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলকে।
বিশেষজ্ঞরা বলছেন, বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণসহ পরিকল্পিত নগরায়নে মনোযোগ দিতে হবে। পাশাপাশি সচেতনতা বাড়াতে সিটি করপোরেশনকেও কাজ করার আহবান জানান তারা।
২০২১ ও ২২ সালে সাতদফা ভূমিকম্পের পর ঝুঁকিপূর্ণ ২৫টি ভবনের তালিকা করে সিলেটের ৬টি বিপণিবিতান বন্ধ করে দেয় সিলেট সিটি কপোরেশন। এছাড়া গত বছর হকার্স মার্কেটে বিশাল অগ্নিকান্ড ঘটলে ওই সময় বৃষ্টি থাকায় দ্রুত নিয়ন্ত্রণে আসে আগুন ।