সিলেটে সাংবাদিক তুরাব হত্যা মামলায় পুলিশ কনস্টেবলের ৫দিনের রিমান্ড

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৯:৩০ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
- / ১৭২০ বার পড়া হয়েছে
সিলেটে সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলায় পুলিশ কনস্টেবল উজ্জ্বলের ৫দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
দুপুরে সিলেটের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আব্দুল মোমেনের আদালতে তোলা হয় ঢাকা থেকে গ্রেফতার হওয়া কনস্টেবল উজ্জ্বলকে। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের ইন্সপেক্টর মোহাম্মদ মোরসালিন ৭ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সোমবার ভোরে ঢাকা থেকে কনস্টেবল উজ্জ্বলকে গ্রেফতার করে সিলেট নিয়ে আসে পিবিআই। গত ১৯ জুলাই সিলেট নগরীর বন্দরবাজারে পুলিশের গুলিতে মারা যান দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সাংবাদিক এটিএম তুরাব। এ ঘটনায় তার ভাই আবুল আহসান মো. আজরফ জাবুর বাদী হয়ে পুলিশসহ ১৮ জনের নাম উল্লেখ করে মামলা করেন।