সিলেটে সুরমা নদীর পানি দুটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে
- আপডেট সময় : ০৭:৫৬:১৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২
- / ১৫৯২ বার পড়া হয়েছে
টানা বৃষ্টি ও ঢলে সিলেটে সুরমা নদীর পানি দুটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে, পাহাড়ী ঢলের পানিতে সড়ক ডুবে যাওয়ায় সুনামগঞ্জ জেলা সদরের সঙ্গে দোয়ারাবাজার, তাহিরপুর, বিশ্বম্ভরপুরসহ ৪ উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় সিলেটের পাঁচ উপজেলার নিম্নঞ্চল প্লাবিত হয়েছে। দুপুর ১২টা পর্যন্ত সুরমার পানি কানাইঘাট পয়েন্টে বিপদসীমার ৯৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টি অব্যাহত থাকায় সিলেটে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টিতে সিলেট নগরের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। দুর্ভোগে নগরবাসী।
এদিকে, ঢলের পানিতে সুনামগঞ্জের হাওর বেষ্টিত তাহিরপুর, বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজার, সদর উপজেলাসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফলে জেলা সদর ও অন্যান্য এলাকায় যাতায়াতকারী হাজার হাজার লোকজন মারাত্মক দুর্ভোগে পড়েছেন। ঢলের পানির চাপে ব্যাপক আকারে সড়কে ভাঙ্গন দেখা দিয়েছে।