সিলেট টেস্টে শ্রীলংকার কাছে ৩২৮ রানে হারল বাংলাদেশ
- আপডেট সময় : ০৬:৫৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪
- / ১৮২৪ বার পড়া হয়েছে
চার দিনেরও কম সময়ে শেষ সিলেট টেস্ট। শ্রীলংকার কাছে ৩২৮ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ৫১১ রানের লক্ষ্যে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৮২ রানে অলআউট টাইগাররা। ব্যাটারদের ব্যর্থতার দিনে ৮৭ রানে অপরাজিত ছিলেন মুমিনুল হক। কাসুন রাজিথার শিকার ৫ উইকেট। এর আগে, লঙ্কানদের প্রথম ইনিংসে করা ২৮০ রানের জবাবে ১৮৮ রান অলআউট হয়েছিলো বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৪১৮ রান করে শ্রীলঙ্কা।
যা হওয়ার তাই হয়েছে। সিলেট টেস্টের তৃতীয় দিন নিজেদের খেলা ভাগ্য চতুর্থ দিনের দ্বিতীয় সেশন শেষ হওয়ার আগেই বরণ করে নিলো বাংলাদেশ। টাইগারদের নামের পাশে যোগ হলো আরও এক হার। ব্যবধানটাও অনেক, ৩২৮ রানের।
বাজে হারে প্রশ্ন উঠেছে বাংলাদেশের টেস্ট টেম্পারমেন্ট নিয়ে। দুই ইনিংস মিলিয়ে টাইগাররা তুলেছে ৩৭০ রান যেখান দুই লঙ্কান ক্রিকেটার ধনাঞ্জয় ডি সিলভা ও কামিন্দু মেন্ডিসের রান তার চেয়েও বেশি।
এতো সব অসহায়ত্বের মাঝেও একজন ব্যতিক্রম। মুমিনুল হক দেখিয়েছেন কীভাবে টিকে থাকতে হয়। যার লড়াকু ইনিংসে জয়ের অপেক্ষা বেড়েছে শ্রীলংকার।
অন্যদের আসা যাওয়ার মিছিলে মিরাজকে নিয়ে অবিশ্বাস্য কিছুর করার স্বপ্ন দেখেছিলেন মুমিনুল। কিন্তু মিরাজও হাল ছেড়ে দেন ৩৩ করে। ভাঙ্গে ৬৬ রানের জুটি।
ব্যাটার ব্যর্থতার মাঝে বোলারদের কাছে আর কীইবা আশা করা যায়। শেষ পর্যন্ত ৮৭ রানে অপরাজিত ছিলেন মুমিনুল। কাছে গিয়েও সেঞ্চুরি মিস সঙ্গীর অভাবে।