সিলেট নগরীকে পরিকল্পিতভাবে গড়ে তুলতে মাস্টারপ্লান বাস্তবায়নের কাজ শুরু
- আপডেট সময় : ১০:৪৪:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০১৯
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
সিলেট সিটি কর্পোরেশনকে আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে মাস্টারপ্লান বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। দীর্ঘ মেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে দক্ষিণ সুরমা এলাকায় নির্মাণ করা হয়েছে আধুনিক ট্রাক টার্মিনাল যা নগরীর যানজট দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আশা করছেন সংশ্লিষ্টরা।
সিলেট নগরীর অপ্রশস্ত রাস্তা ও অপরিকল্পিত ট্রাফিক ব্যবস্থায় যানজট নিত্যদিনের ভোগান্তিতে রূপ নিয়েছে। এর অন্যতম কারণ যত্রতত্র গাড়ি পার্কিং করা। বিশেষ করে পন্যবাহি ট্রাক-পিকআপের জন্য নগরীতে বিশেষায়িত টার্মিনাল না থাকায় মহাসড়কের দুপাশ সহ অলিগলিতে অবৈধভাবে পার্কিংয়ের কারণে যানজট লেগেই থাকে । এই সমস্যা নিরসনে নগর উন্নয়নের দীর্ঘ মেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে দক্ষিণ সুরমা এলাকায় ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে আধুনিক ট্রাক টার্মিনাল।
নব নির্মিত এই টার্মিনালে রয়েছে এক হাজার ট্রাকের একসাথে পার্কিং সুবিধা, গাড়ি পরিচর্যা ও চালকদের বিশ্রামের আবাসিক সুবিধা। সিটি মেয়র জানান, আগামীতে এই টার্মিনালের মধ্যেই জ্বালানি সুবিধা নিশ্চিতে পাম্প স্থাপনের উদ্যোগ নেয়া হবে। টার্মিনালটি সুবিধাভোগীদের কাছে আরো আকর্ষনীয় করে তুলতে সরকারের সহযোগিতার আশ্বাস দেন পরিকল্পনা মন্ত্রী।