সিলেট-মৌলভীবাজারে আবারও ভারি বৃষ্টিপাত
- আপডেট সময় : ০১:৩৯:১৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
আবারও ভারি বৃষ্টিপাত শুরু হয়েছে সিলেট ও মৌলভীবাজারে। দুই জেলার ১৭ উপজেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।
এতে বানভাসি লোকজনের বাড়ি ফেরা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সিলেটের পানি উন্নয়ন বোর্ড ও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে,
বৃষ্টিপাত ও উজানের ঢল অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে। স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতি এখনো সামাল দিতে পারেনি সিলেটবাসী।
বন্যার পানি ধীরে ধীরে নামলেও এখনো অনেকেই আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।
এর মধ্যেই মঙ্গলবার ভোর থেকে থেমে থেমে সিলেটে বৃষ্টিপাত হচ্ছে। এ কারণে আবার বন্যার শঙ্কা দেখা দিয়েছে । যদিও সুরমা ও কুশিয়ারার পানি ধীর গতিতে কমছে।
সিলেট সিটি কর্পোরেশনের মাছুদীঘিরপাড় এলাকাসহ নিচু এলাকায় এখনও পানি বন্দী আছেন অসংখ্য মানুষ। আবরও বৃষ্টিপাত শুরু হওয়াতে মানুষের মধ্যে আবারও বন্যার শঙ্কা দেখা দিয়েছে।
এ দিকে দিনভর ভারি বৃষ্টিতে সিলেটের বিয়ানীবাজার ও মৌলভীবাজার সদরের ৫ ইউনিয়নসহ কুশিয়ারা নদীর দুই তীরের মানুষের মধ্যে নতুন করে উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড বলছে, আগামী কয়েক দিন সিলেটে বৃষ্টি হতে পারে। ভারতে বৃষ্টি হলে সিলেটের দিকে পাহাড়ি ঢল নামবে। এতে আবারও পানি বৃদ্ধির আশংকা রয়েছে।
এদিকে, পর্যাপ্ত ত্রান পাওয়ার অভিযোগ করছেন বন্যা দুর্গত এলাকার মানুষ।