সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোণায় আকস্মিক বন্যার আশঙ্কা
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫০:০২ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোণা জেলার বেশকিছু স্থানে আকস্মিক বন্যার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। তার আগেই পাকা ধান কেটে ফেলার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
১৭ এপ্রিল পর্যন্ত বন্যার এ পূর্বাভাস ও সতর্কতা বহাল থাকবে। চলতি সপ্তাহের শেষে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের তিন জেলায় আকস্মিক বন্যা দেখা দিতে পারে। ভারতের আসাম রাজ্যের বরাক অববাহিকা এবং মেঘালয় রাজ্যে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা থেকেই এই বন্যার পূর্বাভাস দেয়া হয়েছে। এদিকে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বন্যার সতর্কতা জারির পর হাওরপাড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জেলার কোনো বাঁধে ফাটল দেখা দিলে সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসনকে জানানোর নির্দেশ দেয়া হয়েছে।