সীতাকুণ্ডের অক্সিজেন প্ল্যান্টে অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত

- আপডেট সময় : ০৩:২৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
- / ১৬৩০ বার পড়া হয়েছে
চট্টগ্রামের সীতাকুণ্ডের অক্সিজেন প্ল্যান্টের পরিচালনায় নানা অনিয়ম ও ঘাটতির পাশাপাশি সরকারি দপ্তরের তদারকির অসঙ্গতি পেয়েছে তদন্ত কমিটি। ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়াতে ৯ দফা সুপারিশও করেছে তারা।
সকালে জেলা প্রশাসকের কাছে জমা দেয়া প্রতিবেদনে এসব বিষয় তুলে ধরা হয়েছে। প্রতিবেদনটি যত দ্রুত সম্ভব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানোর কথা জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক। বিস্ফোরণে আধা কিলোমিটার দূরে লোহার টুকরা উড়ে গিয়ে নিহতের ঘটনা ভাবিয়ে তুলেছে তদন্ত কমিটিকে। ভবিষ্যতে কারখানা অনুমোদন দেয়ার সময় আশপাশের জনবসতিসহ নানা বিষয়ে সাবধানতা অবলম্বনের সুপারিশ করা হয়েছে। গত ৪ মার্চ সীতাকুণ্ডের কদমরসুল এলাকার সীমা অক্সিজেন কারখানায় বিস্ফোরণের পর সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেন জেলা প্রশাসক। পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। প্রতিবেদন জমা দিতে এক দফা সময় বাড়ানো হয়। এই বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত সাতজন মারা যান। আহত হন অন্তত ২৫ জন।