সীতাকুণ্ডে অক্সিজেন প্লান্টে বিস্ফোরণের ঘটনায় কারখানার ৩ মালিকে আসামি করে মামলা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:০৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩
- / ১৫৭০ বার পড়া হয়েছে
চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্লান্টে বিস্ফোরণের ঘটনায় কারখানার ৩ মালিকসহ মোট ১৬ জনকে আসামি করে মামলা হয়েছে। গতকাল রাত সাড়ে ১১টায় মামলাটি সীতাকুণ্ড থানায় নথিভুক্ত হয়।
কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়িত্ব ও কর্তব্যে অবহেলার অভিযোগে বিস্ফোরণে নিহত আবদুল কাদেরের স্ত্রী রোকেয়া বেগম মামলা করেন। সীমা অক্সিজেন লিমিটেডের এমডি মামুন উদ্দিন, তার ভাই পারভেজ উদ্দিন সান্টু ও আশরাফ উদ্দিন ওরফে বাপ্পিকে প্রধান করে দায়িত্বশীল ১৬ জনকে আসামী করা হয়েছে। দ্রুত মামলার তদন্ত শুরু হবে বলে জানান ওসি। গেল শনিবার বিকেলে সীমা অক্সিজেন কারখানার সেপারেশন কলামে ভয়াবহ বিস্ফোরণে ৭ জন নিহত ও ২৫ জন আহত হযন। এর আগে ঘটনার তদন্তে গঠিত কমিটি প্রথমিক তদন্তে মালিকপক্ষের গাফিলতি ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সামাল দেয়ার মত জনবল কারখানায় ছিলো না বলে জানায়।