সীতাকুন্ড ট্রাজেডির ঘটনায় দু’টি আলাদা তদন্ত কমিটি কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
- আপডেট সময় : ০৫:৩২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
সীতাকুন্ড ট্রাজেডির ঘটনায় দু’টি আলাদা তদন্ত কমিটি কাজ করছে। তদন্ত রিপোর্টের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সকালে আনসার ভিডিপি একাডেমিতে ২২তম ব্যাচের নবীন ব্যাটালিয়ন আনসারদের ৬ মাসের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি একথা বলেন। মন্ত্রী আরো বলেন, ফায়ার সার্ভিস কর্মীদের প্রশিক্ষণসহ তাদের আধুনিকায়নে নানা উদ্যোগ নেয়া হয়েছে। দেশপ্রেম ও প্রশিক্ষণের জন্যই তারা অন্যদের বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করেছেন। এর আগে কুচকাওয়াজ অনুষ্ঠানে মন্ত্রী সালাম গ্রহণ করেন এবং একটি সুসজ্জিত খোলা জীপে প্যারেড পরিদর্শন করেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ আখতার হোসেন ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীমসহ অনেকে উপস্থিত ছিলেন।