সীমান্তে ইয়াবাসহ সকল প্রকার মাদক চোরাচালান দমনে ব্যাপক প্রচেস্টা চালাচ্ছে বিজিবি
- আপডেট সময় : ০১:১৮:১১ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
সরকার ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে বিজিবি সীমান্তে ইয়াবাসহ সকল প্রকার মাদক চোরাচালান দমনে ব্যাপক প্রচেস্টা চালাচ্ছে বিজিবি।
এরি অংশ হিসেবে সকালে কক্সবাজার বিজিবি সদর রিজয়নের মাঠে ৫শ’ ৩৫ কোটি টাকারও বেশি মূল্যের ইয়াবাসহ বিভিন্ন মাদক ধ্বংস করছে বিজিবি। মাদক ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অনুষ্ঠানে এক কোটি ৭৭ লাখ ৭৫ হাজার ৬২৫ পিস ইয়াবা ধ্বংস করা হবে। যার বাজার মূল্য ৫শ’ ৩৩ কোটি টাকারও বেশি। এছাড়া অন্যান্য মাদকের মধ্যে রয়েছে ৫ হাজার ৭৯৯ বোতল মদ, ৩৩ হাজার ৫৫৫ ক্যান বিয়ার, ১ হাজার ৭ শত ৩৬ লিটার বাংলা চোলাই মদ, ১৫ হাজার ৭ শত ৩২ কেজি গাঁজা, ১৮ হাজার ৭শ’ ৫০ পাতা সেডিল টেবলেট ও ৫ হাজার পাতা জোলিয়াম ট্যাবলেট।গত ৩ বছরে ইয়াবা উদ্ধারের ক্ষেত্রে মূল ভূমিকা রেখেছে বিজিবি’র কক্সবাজার রিজিয়নের রামু সেক্টর।