সীমান্তে কড়াকড়ির মেয়াদ আরও বাড়ানোর বিষয়ে একমত যুক্তরাষ্ট্র ও কানাডা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৫:০৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় সীমান্তে কড়াকড়ি আরোপের মেয়াদ আরও বাড়ানোর বিষয়ে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডা। আরও ৩০ দিনের জন্য দু’দেশের সীমান্তে কড়াকড়ি অবস্থা জারি থাকবে বলে বিবৃতি দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
কানাডার প্রধানমন্ত্রী অবশ্য বলেছেন, সীমান্ত দিয়ে মাস্ক, স্যানিটাইজারের মতো মেডিকেল সরঞ্জাম ও ওষুধ সরবরাহ চালু থাকবে। করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় গেলো মাসে দু’দেশের মধ্যকার অপ্রয়োজনীয় ভ্রমণে কড়াকড়ি আরোপের বিষয়ে একমত হয় ওয়াশিংটন এবং অটোয়া। তবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য নয়। আগামী সপ্তাহেই সীমান্তে কড়াকড়ি অবস্থার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তা এখনই শেষ হচ্ছে না, বরং আরও এক মাস এই কড়াকড়ি অবস্থা থাকবে।