সীমান্তে নিরাপত্তা ঝুঁকি থাকলেও সরকার প্রস্তুত রয়েছে : ওবায়দুল কাদের

- আপডেট সময় : ০৮:২৫:১৮ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৬৯৫ বার পড়া হয়েছে
দেশের মুক্তিযুদ্ধের আদর্শ ও সার্বভৌমত্ব বিষয়ে বিএনপি নেতাদের বক্তব্যে পাগলের প্রলাপ, তাদের রাজনীতিতে মিথ্যাচার অপরিহার্য বিষয়। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সীমান্তে নিরাপত্তা ঝুঁকি থাকলেও সরকার প্রস্তুত রয়েছে বলে জানান ওবায়দুল কাদের।
রাজনীতি ও সমসাময়িক বিষয়ে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, মিউনিখ নিরাপত্তা সম্মেলনে প্রধানমন্ত্রীকে নিমন্ত্রণ এবং তার বক্তব্যে অংশ নেয়া বাংলাদেশের গুরুত্বকেই তুলে ধরা হয়েছে। বিএনপি নেতাদের সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তাদের সাথে জনগণ না থাকায় কথা মালার চাতুরি করছে তারা। মিয়ানমারে চলমান অস্থিরতায় সীমান্তে নিরাপত্তা ঝুঁকি থাকলেও, পরিস্থিতি মোকবিলায় সরকার প্রস্তুত আছে বলে জানান ওবায়দুল কাদের।