সীমান্ত হত্যাকাণ্ডের মুল কারণ বাংলাদেশীদের অপরাধমূলক কর্মকান্ডঃ জয়শঙ্কর
- আপডেট সময় : ০৭:০৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১
- / ১৭২২ বার পড়া হয়েছে
বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধান ও সমস্যার বাস্তব সমাধানে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, প্রতিটি হত্যাকাণ্ডই দুঃখজনক হলেও সমস্যার মুল কারণ বাংলাদেশীদের অপরাধমূলক কর্মকান্ড। তবে আলোচনার মাধ্যমে সব সমস্যাই অনেকাংশে কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশতম বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে ভারতের একটি বিশেষ বিমানে ঢাকা পৌঁছান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।সেখানে থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বসে দ্বিপক্ষীয় বৈঠক। পরে সংবাদ সম্মেলনে ড. মোমেন বলেন, নরেন্দ্র মোদীর এই সফর গভীর সম্পর্কের বহিপ্রকাশ।
এ সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কাছে অভিন্ন নদীর পানি বণ্টন নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ভারত সরকারের অবস্থান আগের মতোই আছে।সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সাংবাদিকদের আরেক প্রশ্নে জয়শংকর বলেন, হত্যাকাণ্ডগুলোর অধিকাংশই অপরাধ তৎপরতার সাথে যুক্ত।দুই মন্ত্রীই এ সময় দুই দেশের যোগাযোগ আরো বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন।