সুনামগঞ্জের পাকনার হাওরে বোরো ধান কাটা উৎসবের উদ্বোধন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নের পাকনার হাওরে বোরো ধান কাটা উৎসবের উদ্বোধন করা হয়েছে।
সকালে পাগনার হাওরে জামালগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে বোরো ধান কাটা উৎসবের উদ্বোধন করা হয়। এ সময় সিলেট বিভাগীয় কমিশনার মোহাম্মদ মশিউর রহমান এনডিসি বলেন, হাওরের ধান ৮০ ভাগ পাকলেই কাটতে হবে। অন্যথায় প্রাকৃতিক দুযোগের কবলে পড়ে ফসল হানি হওয়ার সম্ভাবনা খুব বেশী। পাহাড়ী ঢলের অকাল বন্যায় নদী উপছে পানি হাওরে ঢুকতে পারে। তাই দ্রুততম সময়ের মধ্যে পাকা ফসল ঘড়ে তুলতে ধান কাটাশুরু করতে হবে।