সুনামগঞ্জের হাওরের একমাত্র বোরো ফসল আগাম বন্যা ও পাহাড়ী ঢলে ডুবে গেছে
- আপডেট সময় : ০৭:৪০:১৫ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২
- / ১৫৫২ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের হাওরের একমাত্র বোরো ফসল আগাম বন্যা ও পাহাড়ী ঢলে ডুবে গেছে। ১২০ কোটি টাকা বরাদ্দ কোন কাজে আসেনি। টাংগুয়ার হাওরের নজরখালী বাধ ভেঙ্গে ৩ হাজার একর জমির ফসল তলিয়ে গেছে।
প্রতিবছরই হাওরে বোরো ফসল রক্ষায় এক’শ কোটি টাকার বেশি বরাদ্দ দেয় সরকার।এ বছরও স্থানীয় কৃষকদের সমন্বয়ে পিআইসি গঠনের মাধ্যমে সুনামগঞ্জের ৫২টি হাওরের ফসল রক্ষায় ১২০ কোটি টাকার কাজ করা হয়েছে। প্রতিটি পিআইসিতে প্রয়োজনের তুলনায় কয়েকগুণ বরাদ্দ দিলেও সঠিকভাবে কাজ না করায় এসব বাধ ভেঙ্গে যাচ্ছে বলে ক্ষোভ জানায়, ক্ষতিগ্রস্ত কৃষক ও হাওর বাঁচাও আন্দোলনের কর্মীরা।
হাওরের ফসল রক্ষায় নীতিমালা অমান্য করে পিআইসি গঠন ও পরিমাপ সঠিক না হওয়ায় বাধ ভেঙে যাচ্ছে। দ্রুত ব্যবস্থা না নিলে ২০১৭ সালের পুনরাবৃত্তি ঘটার আশংকা রয়েছে বলে মনে করে সংশ্লিষ্টরা।
কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে ভুক্তভোগীরা।