সুনামগঞ্জে দু’হাজার কোটি টাকার রাস্তাঘাট ও ব্রিজ-কালভার্টের ক্ষতি
- আপডেট সময় : ০২:১২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০২২
- / ১৫৭০ বার পড়া হয়েছে
ভয়াবহ বন্যায় সুনামগঞ্জে এ পর্যন্ত ২ হাজার কোটি টাকার রাস্তাঘাট ও ব্রিজ কালভার্টের ক্ষতি হয়েছে।
এলজিইডি’র অধীনে গ্রামীণ ২ হাজার কিলোমিটার সড়ক , আর সড়ক ও জনপথ বিভাগের ১৮৪ কিলোমিটার রাস্তা বিধ্বস্ত হয়েছে।
এখনো ৫ উপজেলার সাথে জেলা সদরের সড়ক যোগাযোগ স্থাপিত হয়নি।
এতে চরম বিপাকে ১০ লাখ মানুষ। ভাঙ্গা রাস্তা-ঘাটসমূহ দ্রুত মেরামতের দাবি ভুক্তভোগীদের।
পাহাড়ী ঢল ও প্রবল বর্ষণের কারণে সৃষ্ট বন্যায় সুনামগঞ্জের ১২ উপজেলার রাস্তাঘাট, ব্রিজ কালভার্টের ব্যাপক ক্ষতি হয়েছে। ধসে গেছে রাস্তার সাইট, উঠে গেছে রাস্তার কার্পেটিং,
বিশাল গর্তের সৃষ্টি হওয়ায় জেলা সদরের সাথে ৫ উপজেলার এখনও সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়নি। যান চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছে বন্যায় ক্ষতিগ্রস্থ ১০ লাখ মানুষ।
এলজিইডি’র অধীনে ২ হাজার কি:মি: গ্রামীন রাস্তা, ১২০টি ব্রিজ কালর্ভাট এবং সড়ক-জনপথ বিভাগের ১৮৪ কি:মি: রাস্তা ভেঙ্গে যাওয়ায়, ছাতক-দোয়ারা-সুনামগঞ্জ সড়ক, সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর-তাহিরপুর সড়ক, সুনামগঞ্জ-দিরাই-শাল্লা সড়ক এবং সুনামগঞ্জ-সাচনা বাজার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
ভাঙ্গ রাস্তায় নৌকা দিয়ে পারাপাড় হতে যাত্রীদের গুনতে হচ্ছে তিন-চারগুণ ভাড়া।
রাস্তাঘাট ভাঙ্গণের কারণে যানচলাচল বন্ধ থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।
বিধ্বস্ত রাস্তা মেরামত ও সংস্কার করতে ২ হাজার কোটি টাকার বেশি প্রয়োজন হবে।
এর মধ্যে ২ হাজার কিমি গ্রামীন রাস্তা ও ১২০টি সেতু কালভার্ট মেরামতে ১৫ শত কোটি টাকা ব্যয়ের কথা জানিয়ে এলজিইডি।
সড়ক ও জনপথ বিভাগের অধীনে ৩৫৬ কি:মি: রাস্তার মধ্যে ১৮৪ কি:মি: রাস্তা দ্রুত মেরামতের আশ্বাস দিলেন নির্বাহী প্রকৌশলী।
রাস্তাঘাট, ব্রিজ কালর্ভাটগুলো দ্রুত সংস্কার ও মেরামতের দাবি সুনামগঞ্জবাসীর।