সুনামগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২
- / ১৬২০ বার পড়া হয়েছে
সুনামগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ সময় আহত হন আরও দুইজন।
সকালে ধর্মপাশা উপজেলার শালদিঘা হাওরে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে নৌকায় করে হাওরে মাছ ধরতে যান তিন ভাই ও তাদের এক সঙ্গী। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই খোকন ও ঝিলন মিয়া মারা যান। এ ঘটনায় আহত হন আরেক ভাইসহ আরও একজন। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। ধর্মপাশা থানার ওসি মিজানুর রহমান জানান, সকালে হাওরে চারজন মাছ ধরতে গেলে বজ্রপাতে দুই ভাই মারা যায়। আহত হয়েছেন সঙ্গে থাকা দুইজন।