সুন্দরবনের আগুন শতভাগ নেভেনি তবে নিয়ন্ত্রণে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৩৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪
- / ১৬১২ বার পড়া হয়েছে
সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তবে পুরোপুরি নিভে গেছে তা ঘোষণার আগে কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে। মন্ত্রিসভার বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি অবহিত হয়ে সন্তোষ প্রকাশ করেন। সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক হয়। বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এ ব্যাপারে বিস্তারিত সাংবাদিকদের সামনে তুলে ধরেন। সভায় প্রত্নতত্ত্ব আইনের খসড়া অনুমোদনসহ ৬টি বিষয় আলোচিত হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। এতে মন্ত্রীরা ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা যোগ দেন।
সভায় সুন্দরবনে লাগা আগুনের সবশেষ পরিস্থিতি তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে, তবে পুরোপুরি নিভে গেছে, এমন দাবি করা যাবে না। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি জানান, মন্ত্রিসভার বৈঠকে প্রত্নতত্ত্ব আইন এবং বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে স্বাক্ষরের লক্ষ্যে দ্বিপাক্ষিক বিমান চলাচল সংক্রান্ত চুক্তির খসড়া অনুমোদন দেয়া হয়।
এছাড়াও ৬-৯ মার্চ প্যারিসে অনুষ্ঠিত বিল্ডিং এন্ড ক্লাইমেট গ্লোবাল ফোরাম সম্মেলনে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীর অংশগ্রহণ, ২১-২৪ মার্চ নৌপরিবহণ প্রতিমন্ত্রীর ভূটান ও নেপাল সফর সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে বলে জানান মাহবুব হোসেন।