সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আগুন অবশেষে নিয়ন্ত্রণে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আগুন অবশেষে নিয়ন্ত্রণে এসেছে। শুষ্ক আবহাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বনের সমতল ভূমিতে। ফায়ার সার্ভিস ও বন বিভাগের যৌথ অভিযানে ২৪ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে আগুনের সূত্রপাত জানতে তদন্ত কমিটির প্রধান- সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখেলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদীনকে সাত দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। বাগেরহাটের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ গোলাম সরোয়ার জানান, লোকালয় থেকে প্রায় ৬/৭ কিলোমিটার দূর বনে আগুন ধরে যায়। শুষ্ক আবহাওয়ার কারণে শুকনো পাতায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তিনি আরো জানান, আগুন নিয়ন্ত্রণে পানি দিতে সাড়ে চার কিলোমিটার পাইপ বসানো হয়। ভোর থেকে তিনটি ইউনিট নতুনভাবে কাজ শুরু করে।