সুপ্রমিকোর্ট চত্বরে এক ব্যক্তিকে পিটিয়ে গুরুতর আহত করেছে হেলমেটধারী দুর্বৃত্তরা
- আপডেট সময় : ০৮:২৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২
- / ১৫৬১ বার পড়া হয়েছে
সুপ্রমিকোর্ট চত্বরে এক ব্যক্তিকে পিটিয়ে গুরুতর আহত করেছে হেলমেটধারী দুর্বৃত্তরা। আক্রান্তের সাহায্যে এগিয়ে আসা ব্যক্তিরাও বহিরাগতদের হামলার শিকার হন। সংগঠিত হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে বিএনপি সমর্থিত আইনজীবীরা। ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চান তারা। সুপ্রিমকোর্ট প্রশাসন জানায়, রোববার থেকে আদালত চত্বরে নিরাপত্তা বিধি কার্যকর হবে। মামলা সংশ্লিষ্ট ছাড়া কাউকে ঢুকতে দেয়া হবে না।
ন্যায় বিচারে প্রত্যাশা ছাড়াও সর্বোচ্চ আদালত হয়ে উঠেছে দেশের মানুষের নিরাপদ ও নির্ভরতার প্রতিক হিসেবে।
সাধারন মানুষের সেই ভাবনায় ছেদ পড়েছে। বৃহস্পতিবারে সুপ্রিমকোর্ট চত্তরে ঘটে বহিরাগতদের হামালার ঘটনা। আদালত প্রাঙ্গনে ভাষা সৈনিক চত্তরে দুই ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে হেলমেট ধারী দুর্বৃত্তরা।
এসময় আক্রান্তের সাহায্যে এগিয়ে আসা ব্যক্তিরাও হামলার শিকার হন। প্রত্যক্ষদর্শীরা তুলে ধরেন ঘটনার আদ্যপ্রান্ত।
হামলার পর আতঙ্ক ছড়াতে কয়েকটি গাড়ি ভাংচুর করে দুর্বৃত্তরা। তবে আহতদের চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নেয়ার ব্যবস্থা করে আইনজীবী সমিতি।
নির্মম হামলার প্রতিবাদে সুপ্রিমকোর্ট চত্ত্বরে তাৎক্ষনিক বিক্ষোভ করেন বিএনপি সমর্থিত আইনজীবীরা। পুলিশ ও গোয়েন্দাদের ব্যর্থতার সমালোচনার পাশাপাশি জড়িতদের দৃষ্ট্রান্তমূলক শাস্তি দাবি করেন তারা।
হামলার ঘটনায়, পুলিশের রমনা জোনের ডিসি সাজ্জাদুর রহমানকে তলব করে হাইকোর্ট। আদালতে নির্দেশনা দিলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
সুপ্রিমকোর্ট প্রশাসন জানায়, ঘটনাস্থলে থাকা সিসি ফুটেজ পর্যবেক্ষণ করা হবে, নেয়া হবে কঠোর আইনি ব্যবস্থা। ঘটনার পুনরাবৃত্তি রোধে রোববার থেকে নিরাপত্তা বিধি কার্যকর করা হবে, মামলা সংশ্লিষ্ট ছাড়া কাউকে প্রবেশের সুযোগ দেওয়া হবে না বলে জানান হাইকোর্টের রেজিস্ট্রার মো: গোলাম রাব্বানী