সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে বিএনপি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ময়মনসিংহ বিভাগের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে বিএনপি।
দুপুরে ময়মনসিংহ নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির বিভাগীয় আহ্বায়ক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। কেন্দ্রীয় জয়ন্তীর মিডিয়া কমিটির আহ্বায়ক ইকবাল হাসান টুকুর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন উদযাপন কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ও মিডিয়া কমিটির সদস্য সচিব শ্যামা ওবায়েদ এবং সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। মতবিনিময় সভায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মানুষকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে দেয়ার আহ্বানও জানানো হয়।