সুরক্ষার প্রয়োজনে জনস্বার্থে কঠিন সিদ্ধান্ত নিয়েছে সরকার : ওবায়দুল কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৮:২৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
করোনার সংক্রমণ রোধে প্রতিরোধ ব্যবস্থাকে জোরদার করার পাশাপাশি সর্বোচ্চ সতর্ক থেকে চলমান বিধিনিষেধ পালনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার সকালে তাঁর বাসভবনে ব্রিফিংকালে এ আহবান জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, লকডাউনে খেটে খাওয়া মানুষের জীবনের অনিশ্চয়তা বেড়ে যায়। কিন্তু জীবনের সুরক্ষার প্রয়োজনে জনস্বার্থে কঠিন সিদ্ধান্ত নিয়েছে সরকার। জনগণের উদাসীনতায় লাগামহীন ভাবে সংক্রমণ বাড়তে থাকলে ভয়ানক অবস্থা তৈরি হতে পারে,তাই জনস্বার্থে বিধিনিষেধ মানার কোন বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি। শোকাবহ আগস্ট মাস আসন্ন। মাসব্যাপী আগস্টের কর্মসূচি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।