সুশাসনের অভাবে নাগরিকদের মৌলিক চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না : সুলতানা কামাল
- আপডেট সময় : ১০:২৫:৪০ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩
- / ১৬৯৩ বার পড়া হয়েছে
সরকারে সুশাসন না থাকায় নাগরিকদের মৌলিক চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। উন্নয়ন পরিকল্পনায় এদিকে নজর দেয়ার তাগিদ দিলেন অ্যাডভোকেট সুলতানা কামাল। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন। অস্বাভাবিক মূল্যস্ফীতির কারণে বর্তমানে দরিদ্র জনগোষ্ঠী স্বাস্থ্য ও খাদ্য ব্যয় সংকোচনে বাধ্য হচ্ছে বলে মন্তব্য করেন বিশিষ্টজনরা। সরকারের সঠিক পরিকল্পনার অভাবে তাদের জীবনমানের উন্নয়ন হচ্ছে না বলেও দাবি করেন বক্তারা।
নগরের দরিদ্র জনগোষ্ঠীর ভূমিতে অধিকার ও নাগরিক সেবা নিয়ে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সেমিনারে নানা অসংগতি তুলে ধরেন ভুক্তভোগীরা।
মূল প্রবন্ধ উপস্থাপনায় অর্থনীতিবিদ ড. আবুল বারকাত জানান, দেশের মোট দরিদ্র জনগোষ্ঠীর ৮২ শতাংশ বস্তিতে বাস করেন।
বস্তিবাসীর ভাগ্যের উন্নয়ন না হওয়ার পেছনে সরকারের সুশাসন ও সুষ্ঠু পরিকল্পনার অভাব রয়েছে বলে জানান বক্তারা।
অনুষ্ঠানে মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, উন্নয়ন পরিকল্পনায় মৌলিক চাহিদার প্রতিফলন থাকতে হবে।
নগরের দরিদ্রদের উন্নয়নে নীতিগত, অধিকারগত এবং মৌলিক পরিষেবার বিষয়ে সুপারিশ দেয়া হয়।