বর্তমান সাংবিধানিক প্রক্রিয়ায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : বদিউল আলম মজুমদার
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩২:২৮ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩
- / ১৮৭৬ বার পড়া হয়েছে
বর্তমান সাংবিধানিক প্রক্রিয়ায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মত দিয়েছেন সুজন সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার। রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান।
সংঘাত ঠেকাতে এবং নির্বাচনের সুন্দর পরিবেশের জন্য বড় দলগুলোকে নিয়ে বর্তমান ব্যবস্থায় লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির প্রয়োজনীয়তার কথা জানান সুজন সাধারণ সম্পাদক। তিনি আরও বলেন, জনগণের স্বার্থে বড় দুই দলের বিপরীতমুখী অবস্থান থেকে সরে আসা জরুরি, তা না হলে নির্বাচনী প্রক্রিয়া সংঘাতের দিকে যাবে। তবে বিরোধী দলের সাথে সংলাপ কিংবা তত্বাবধায়ক সরকার ইস্যুতে কোনো আলোচনা হয়নি বলে জানান বদিউল আলম মজুমদার।