সুষ্ঠু নির্বাচন হলে সংসদে ১০ ভাগ আসনও পাবে না আওয়ামী লীগ : মির্জা ফখরুল

- আপডেট সময় : ০৭:২৪:০৪ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩
- / ১৯৪৭ বার পড়া হয়েছে
সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ সংসদে ১০ ভাগ আসনও পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে সাবেক মন্ত্রী গৌতম চক্রবর্তীর প্রথম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় একথা বলেন তিনি। নির্বাচনী সংলাপকে ফাঁদ হিসাবে ব্যবহার করলেও অতীতের মতো সরকারের ফাঁদে বিএনপি আর পা দেবে না বলেও জানান মির্জা ফখরুল।
সাবেক মন্ত্রী অ্যাডভোকেট গৌতম চক্রবর্তীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্মরণ সভার আয়োজন করে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট।
লোডশেডিং ও জ্বালানি গ্যাসসহ সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগের লুটপাটের কারণেই দেশের অর্থনীতি আন্ডারগ্রাউন্ডে।
বাঘ আর রাখাল বালকের মতো ঘটনার পুনরাবৃত্তি হবে না উল্লেখ করে তিনি বলেন, অতীতের মতো আর প্রতারিত হতে চায় না বিএনপি।
সরকারী দলের নেতা ও মন্ত্রী-এমপিরা তত্ত্বাবধায়ক ইস্যুকে ডেড ইস্যু মনে করলেও এটাই সবচেয়ে লাইফ ইস্যু বলে মনে করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।