সেনবাগ পৌরসভা মেধা বৃত্তি পরীক্ষার সনদপত্র ও পুরস্কার বিতরণ
- আপডেট সময় : ০৪:২৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩
- / ১৬৪৬ বার পড়া হয়েছে
সেনবাগ পৌরসভা মেধা বৃত্তি পরীক্ষার সনদপত্র ও পুরস্কার বিতরণ
এক বর্ণাঢ্য আয়োজনের মধ্যেদিয়ে সেনবাগ পৌরসভা মেধা বৃত্তি পরীক্ষার সনদপত্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে সেনবাগ উপজেলা অডিটোরিয়ামে বৃত্তির পরীক্ষার পৃষ্টপোষক, সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অজিত দেব।
মাস্টার আবুল বাশার এবং নূর হোসাইন সুমনের যৌথ সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে
বিশেষ অতিথি ছিলেন- সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ,জেলা শিক্ষা অফিসার নুর উদ্দিন মো:জাহাঙ্গীর, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) জাহিদুল ইসলাম, মিডিয়া ব্যাক্তিত্ব ও এস এ গ্রুপের সমন্বয়ক হাসান মঞ্জুর, সেনবাগ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা হোসেন, উপজেলা শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) সাহাব উদ্দিন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর বলরাম চন্দ্র মজুমদার, সেনবাগ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক মাষ্টার মনিরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এএন এম শহীদ উল্যাহ, বৃত্তি পরিচালনা কমিটির উপদেষ্টা আবদুস সাত্তার বিএসসি।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পশ্চিম ইয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উল্লাহ,উত্তর অর্জুনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া বেগম, সেনবাগ পৌরসভার সহকারী প্রকৌশলী আবুল আনছার ও কাউন্সিলর কামাল উদ্দিন।
অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন- সেনবাগ পৌরসভার প্যানেল মেয়র কামাল উদ্দিন বাবুল, কাউন্সিলর আলমগীর হোসেন,আইয়ুব আলী মিয়াজি, সাখাওয়াত হোসেন, বদরুল হোসেন, ফাতেমা বেগম।
পরে প্রতি শ্রেণীতে মেধা তালিকা অনুযায়ী ২০ জন করে ৩য় শ্রেণি থেকে ৮ ম শ্রেণী পর্যন্ত মোট ১২০জন শিক্ষার্থীকে নগদ অর্থ ও সনদ প্রদান করা হয়।
উল্লেখ্য গত ১২নভেম্বর ৪টি ভ্যেনুতে ২০১৬ শিক্ষার্থীর অংশ গ্রহনে প্রথম বারের মত সেনবাগ পৌরসভা মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।