সেনবাগ মতিমিয়ার হাট টি-টেন ক্রিকেট লীগের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:৩০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
নোয়াখালী সেনবাগ উপজেলা ৭নং মোহাম্মদপুর ইউনিয়ন মতিমিয়ার হাট টি-টেন ক্রিকেট লীগ গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৩ ডিসেম্বর সোমবার বিকাল ৪টায় সেনবাগ উপজেলা ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের মতিমিয়ার হাট বাজার সংলগ্ন মাঠে টি-টেন ক্রিকেট লীগ গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মোহাম্মদ হাবিবের সঞ্চালনায়, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক সাহেসুল করিম মারুফ সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকাস্হ সেনবাগ পেশাজীবি পরিষদের সভাপসতি হাছান মঞ্জুর।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, একরামুল করিম সোহাগ। রাজনীতিদ ও সমাজ সেবাক শিক্ষা ও প্রিয়া অনুরাগী ও রাজনীতিবিদ সমাজসেবক মো : ওমার ফারুক। রাজনীতিবিদ ও সমাজসেবক, মোঃ শাহজাহান মিলন। সাবেক ছাত্রনেতা ও সমাজসেবক, আনোয়ার হোসেন টিপু।
দলিল লেখক ও সমাজসেবক, আবু নাসের বি এ। রাজনীতিবিদ সমাজসেবক বেলাল হোসেন। অটবি ফার্নিচার সেনবাগ বাজার গোলাম মাওলা। সাবেক ছাত্রনেতা মনির আহমেদ জুলেট।৭ নং ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম চৌধুরী। ৭ নং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য, মো: শাহাবুদ্দিন
৭ নং ইউনিয়ন পরিষদ ইউপি সদস্য শাহাদাত হোসেন রাজু ও আরো অনেকে উপস্থিত ছিলেন।
নাটকীয় খেলার মাধ্যমে সাদমান স্পোটিং ক্লাব মাইনে ও মাকছুদের ব্যাটে ভর করে ১৭২ রানের টার্গেট দেয়, পরে জবাবে নবতরণ স্পোটিং ক্লাবের,রায়হান ও মামুনের ব্যাটে ভর করে নব তরুণী স্পোর্টিং ক্লাব জয়লাভ করেন।
অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদেরকে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এরপর দুই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী চ্যাম্পিয়ন কে ১৫০ ডলার এবং রানার্স আপ ১০০ ডলার পুরস্কার হিসেবে প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে হাসান মঞ্জুর বলেন এখন কার যুব সমাজ মাদকের আসক্ত মাদক থেকে বের করতে হলে খেলার বিকল্প আর কিছু নাই। আমি হাসান মঞ্জুর সেনবাগের যে কোন জায়গায় খেলা এবং মাহফিলে মানুষকে সহযোগিতা করে থাকি। এটার উদ্দেশ্য হচ্ছে যেন মাদক জুয়া থেকে যুব সমাজকে বের করে আনতে পারি আমার এটাই লক্ষ্য।