সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারত ও রাশিয়ার প্রতিনিধি দলের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৯:১৩ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
সেনাপ্রধান জেনারেল এসএস শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারত ও রাশিয়ার সশস্ত্র বাহিনীর একটি সমরিক প্রতিনিধি দল।
বুধবার সেনা সদর দপ্তরে প্রথমে রাশিয়ার ল্যান্ড ফোর্স কমান্ডারের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল দেখা করেন। পরে, ভারতের ৩০ বীর যোদ্ধাসহ ৬৬ সদস্যের দল সাক্ষাৎ করেন। এসময়, সেনাবাহিনী প্রধান বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে বীর সেনানীদের অবদান গভীর শ্রদ্ধাভরে স্মরণ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশের সার্বিক অগ্রযাত্রা ও উন্নয়নের প্রশংসা করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে তার ঢাকায় এসেছেন।