সেনাবাহিনীও গণতন্ত্র চায় : মিয়ানমারে সেনাপ্রধান

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৭:১২ অপরাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের প্রতিবাদে চলমান গণবিক্ষোভের মধ্যেই দেশটির সেনাপ্রধান মিং অং হ্লাইং বলেন, সেনাবাহিনীও গণতন্ত্র চায়। মিয়ানমারে একটি সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন আয়োজন করাই দেশটির সামরিক বাহিনীর মূল উদ্দেশ্য।
মিয়ানমারের সামরিক বাহিনী দিবস উপলক্ষে দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলে এক ভাষণে মিন অ্যং হ্লেইং একথা বলেন। এদিকে জান্তা সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে শনিবারও রাস্তায় নেমে আসে গণতন্ত্রপন্থীরা। এদিনও আন্দোলনকারীদের ওপর গুলি চালায় পুলিশ। বিক্ষোভকালে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ৫০ জন নিহত হয়। এ পর্যন্ত জান্তা সরকারের গুলিতে ৩শ ৭০ জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছে।