সেপ্টেম্বর পর্যন্ত সব ধরনের ক্রীড়া প্রতিযোগিতা স্থগিত করেছে ফ্রান্স
- আপডেট সময় : ১২:৫১:০২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
করোনাভাইরাসের কারণে সেপ্টেম্বর পর্যন্ত সব ধরনের ক্রীড়া প্রতিযোগিতা স্থগিত করেছে ফ্রান্স। দেশটির সংসদে এই ঘোষণা দেন প্রধানমন্ত্রী এদুয়ার্দো ফিলিপ।
ফলে লীগ ওয়ান ও লীগ টু’র এবারের মৌসুমের বাকি ম্যাচগুলো আর মাঠে গড়াবে না। ফুটবল ম্যাচ শুরু করার জন্য যে ধরনের স্বাস্থ্য নিরাপত্তা প্রয়োজন, তা এ মুহূর্তে সম্ভব নয় বলেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান ফরাসি প্রধানমন্ত্রী। তিনি জানান, যেসব ক্রীড়া আসরে ৫ হাজারের বেশি দর্শক সমাগম হয়, তা সেপ্টেম্বর পর্যন্ত আয়োজন করা সম্ভব নয়। দেশটিতে এখনো চলছে লকডাউন। ১১ মে’র পর লকডাউন উঠে গেলেও জমায়েত হওয়া যাবে না ১০ জনের বেশি। ফুটবলের পাশাপাশি তাই অনিশ্চিত সাইক্লিং ইভেন্ট ট্যুর ডি ফ্রান্স ও ফর্মুলা ওয়ানের ফ্রেঞ্চ গ্র্যান্ড প্রি। প্রধানমন্ত্রীর এমন ঘোষণা–নেইমারের প্যারিস সেইন্ট জার্মেই- পিএসজি’র জন্য দুঃসংবাদ। ফ্রেঞ্চ লিগ ওয়ানটা বলতে গেলে হাতছাড়াই হয়ে গেল পিএসজির। খেলা মাঠে গড়ালে নিশ্চিতভাবেই চ্যাম্পিয়ন হতো দলটি। পয়েন্ট তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা মার্শেইর চেয়ে ১২ পয়েন্ট এগিয়ে ছিলো পিএসজি।