সেবার মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করছে আদ্-দ্বীন হাসপাতালগুলো
- আপডেট সময় : ০৯:০০:৩০ অপরাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
সেবার মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করছে আদ্-দ্বীন ফাউন্ডেশন পরিচালিত হাসপাতালগুলো। জনগণের সাধ্যের মধ্যে প্রয়োজনীয় সব সেবা সবার কাছে পৌঁছে দিতে নিরলস পরিশ্রম করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
সকালে ঢাকার মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালের বর্ধিত অংশ- মোমিন ভবন ও আফিল ভবন উদ্বোধনকালে এ কথা জানান আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দীন। এসময় উপস্থিত ছিলেন দেশের খ্যাতনামা শিল্পপতি মরহুম শেখ আকিজ উদ্দীনের স্ত্রী- সখিনা বেগম, যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দীন, মরহুম শেখ মোমিন উদ্দীনের স্ত্রী- আরজুমান আরা সিদ্দিকী, আদ্-দ্বীন হাসপাতালের মহাপরিচালক প্রফেসর ডা. নাহিদ ইয়াসমিন, আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. আফিকুর রহমানসহ হাসপাতালের ডাক্তার, নার্স, কর্মকর্তা-কর্মচারীরা। বিশিষ্ট শিল্পপতি মরহুম শেখ মোমিন উদ্দীন ও যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দীনের নামে হাসপাতালের বর্ধিত অংশের নামকরণ করা হয়েছে। সম্প্রসারিত এ অংশের মাধ্যমে রোগীরা আরো বেশি সুবিধা পাবেন বলে জানান কর্তৃপক্ষ।