সেলিব্রিটি ক্রিকেট লীগ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে তোলপাড়
- আপডেট সময় : ০৪:৫৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩
- / ১৮১২ বার পড়া হয়েছে
অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী হলো দেশের শোবিজ অঙ্গন। তারকাদের নিয়ে আয়োজিত সেলিব্রিটি ক্রিকেট লিগে ঘটল ধুন্ধমার কান্ড । শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে খেলা চলাকালীন সময়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন নির্মাতা দীপঙ্কর দীপন ও পরিচালক মোস্তফা কামাল রাজের দলের খেলোয়াড়রা।
এই ঘটনা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে । ইতিমধ্যে ভারতীয় গণমাধ্যমসহ বিভিন্ন দেশের গণমাধ্যমে বিষয়টি নিয়ে সংবাদ করতে দেখা গেছে। ভারতীয় সংবাদ মাধ্যম tv9 সেলিব্রিটি ক্রিকেট লীগকে WWE বলে শিরোনাম করেছে। ভারতীয় আরেকটি সংবাদ মাধ্যম ’এই সময়’ শিরোনামে লিখেছে ‘বিশ্বকাপে বাংলাদেশ দলকে উৎসাহ দিতে গিয়ে মারামারি করলেন সেলিব্রিটিরাই,হাসপাতালে বহু তারকা।tv9,এই সময়,ফ্রিক নিউজসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে।
অপ্রীতিকর ঘটনার পরে সাময়িক স্থগিত করা হয়েছে তারকাদের নিয়ে আয়োজিত ‘সেলিব্রেটি ক্রিকেট লিগ’। শনিবার সন্ধ্যায় মিরপুর ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান সিসিএল আয়োজক কমিটি।
সিসিএলের খেলা কবে হবে, সে বিষয়ে পরবর্তী সময়ে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে বলে জানান আয়োজক কমিটি। একই সঙ্গে আরো জানানো হয়, দীপংকর দীপন ও মোস্তফা কামাল রাজের দলের মধ্যে হাতাহাতি ও মারামারির যে অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ সম্মেলনে আয়োজক কমিটি ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন দুই দলের অধিনায়ক দীপংকর দীপন ও মোস্তফা কামাল রাজসহ আরো অনেকে।
জানা গেছে, শুক্রবার সেলিব্রিটি ক্রিকেট লীগে রাত ১০টার দিকে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে নিজেদের শেষ ম্যাচে খেলতে নেমেছিল মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ও দীপঙ্কর দীপনের দল। খেলা চলাকালীন মাঠের বাইরে থাকা দুই দলের সতীর্থদের মধ্যে উত্তেজনা ছাড়িয়ে পড়ে, যা মাঠে খেলোয়াড়দের মধ্যেও হাতাহাতিতে রূপ নেয়। ম্যাচ শেষে রাত সাড়ে ১১টার পর আবারও আরেক দফা মারামারিতে জড়িয়ে পড়েন দুই দলের খেলোয়াড়রা।
শুক্রবার রাতে তারকাদের এই ক্রিকেট খেলায় হাতাহাতির ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় পরিচালক দীপঙ্কর দীপনের দলের বেশ কয়েকজন খেলোয়াড় আহত হয়েছেন। এদের মধ্যে রয়েছেন চিত্রনায়িকা রাজ রিপা, চিত্রনায়ক জয় চৌধুরী, শিশির শিকদারসহ অনেকে। এদিন রাতেই আগারগাঁওয়ের পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আহত তারকারা। তাদের সুস্থ হতে কিছুদিন সময় লাগবে। এছাড়াও বাকি দলগুলোর খেলোয়াড়দের অনেকেই এখন খেলতে সম্মতি জানাচ্ছেন না। ফলে সাময়িকভাবে এই টুর্নামেন্ট স্থগিত ঘোষণা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে গতকালের অপ্রীতিকর ঘটনা প্রসঙ্গে দীপংকর দীপন বলেন, দুই দলের হয় মূল খেলোয়াড় যারা ছিলেন তারা এসবের সঙ্গে যুক্ত ছিলেন না। এদের বাইরে সাপোর্টারদের মধ্য থেকে এমনটা ঘটেছে।
এই পরিচালক আরো মনে করে, ‘এই আয়োজনে কিছু ত্রুটি ছিল, নিরাপত্তার কিছুটা অভাব ছিল, বহিরাগতদের ঢোকা নিয়ে সমস্যা ছিল। এই বিষয়গুলোকে আমার সংস্কার করার কথা বলেছি। কর্তৃপক্ষ এ বিষয়ে আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আশা করি ভবিষ্যতে এমনটি আর কখনো ঘটবে না।
পরিচালক মোস্তফা কামাল রাজ বলেন, ‘আপনারা সবাই জানেন, গতকাল একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এটার জন্য ব্যক্তিগতভাবে আমি লজ্জিত। এই ঘটনার সঙ্গে আমার টিম থেকে যারা জড়িত তাদের জন্যও আমি লজ্জিত। যারা এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা করা হয়েছে। যেহেতু এটা আমাদের পারিবারিক বিষয় তাই এটা আমরা ইন্টারনাল সমাধান করেছি।’