সেহেরীতে ডেকে তোলার রেওয়াজ কাফেলা এখন বিলুপ্তের পথে
- আপডেট সময় : ০১:৪৮:২৪ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪
- / ১৮৬৪ বার পড়া হয়েছে
রমজানের সেহেরী খেতে গভীর রাতে ডেকে তোলার কাফেলা ক্রমশ বিলুপ্তের পথে। গ্রামীণ জনপদের পাড়া-মহল্লায় কাফেলার সুরে সুরে রোজাদারদের সেহেরী খেতে ডেকে ওঠানোর এই প্রথা, তরুণ প্রজম্মের কাছে অপরিচিত। বংশ পরমপরায় অনেকেই এই প্রথা ধরে রাখার চেষ্টা করছে। ঐতিহ্যবাহী এই রেওযাজ ধরে রাখতে সম্মলিত উদ্যোগ প্রয়োজন বলছেন স্থানীয়রা।
রমজানের মাসে গভীর রাতে দলবেধে, কখনে পায়ে হেটে ,সেহেরী খেতে মানুষকে জাগিয়ে তোলার জন্য গ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটে চলাই তাদের কাজ । ইসলামী গজল আর কবিতার সুরে সুরে সেহেরী থেতে ডাকা দলবদ্ধদেরই বলা হয় কাফেলা। সেহেরী তাই মানুষকে ঘুম ভাঙ্গানের জন্য যুগ-যুগ ধরে এ রেওয়াজই ছিল এক সময়ে রোজাদারদের ভরসা। তবে প্রযুক্তির কল্যাণে বদলে গেছে এই চিত্র । মসজিদের মাইকে যেমন ডাকা হয়, তেমনি মানুষের হাতে হাতে মোবাইল ফোনের এলার্ম এর কারনে এখন এই কাফেলারদের প্রয়োজন ফুরিয়েছে। তাই শতবছরের এই সব প্রথা এখন বিলুপ্তীর পথে।তবে কেউ কেউ এখনও এই প্রথা ধরে রেখেছেন।
৩০বছরের বেশী সময় ধরে এই কাজ করে আসছেন তারা। মানবতার কল্যাণে নিজেদের এই কাজ করতে পেয়ে খুশি কাফেলা গ্রুপ। আর তরুন প্রজন্মের কাছে এই রেওয়াজ ধরে রাখার আহবান মুসল্লিদের। কাফেলা প্রথা বিলুপ্তির পথে -তবে দল বেধে শহরে বিভিন্ন হোটেলে সেহেরী খাওয়ার রেওয়াজ বেশ জনপ্রিয় ভাবে টিকে আছে। আধুকিতার আদলে তা বহুমাত্রিক রুপ পেয়েছে ।