সোনারগাঁয়ে দশ গ্রামের মানুষের চলাচলে একটি বাঁশের সাঁকোই একমাত্র ভরসা
- আপডেট সময় : ০৯:১৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দশ গ্রামের মানুষের চলাচলে একটি বাঁশের সাঁকোই একমাত্র ভরসা। জামপুর ও নোয়াগাঁও ইউনিয়নের মধ্যবর্তী ব্রহ্মপুত্র নদে কোন ব্রিজ না থাকায় প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে হাজার হাজার মানুষ। শুষ্ক মৌসুমে বাশের সাঁকো আর বর্ষা মৌসুমে নৌকাই তাদের একমাত্র ভরসা।
সোনারগাঁও উপজেলার জামপুর ও নোয়াগাঁও ইউনিয়নের বুরুমদী, ঝালোকান্দী, নাগেরকান্দী, কদমতলী, মুকিমপুর, মহজমপুর, তালতলা, শেখের হাট, গোবিন্দপুর, চরপাড়া, লাধুরচর গ্রামের মানুষের ব্রিজ না থাকায় দুর্ভোগ রয়েছে চরমে। এ স্থানে ব্রিজ নির্মাণের দাবীতে বিভিন্ন দপ্তরে জানানো হলেও কোন কাজ হয়নি। দীর্ঘদিন জনপ্রতিনিধিদের দ্বারে-দ্বারে ঘুরতে হচ্ছে ভূক্তভোগীদের। ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো পার হতে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে নারী, শিশু, অসুস্থ রোগী ও গর্ভবতী মহিলাদের। ব্রিজ না থাকায় অনেক সময় রোগী ও গর্ভবতী মহিলাদের আধাঘন্টার পথ বাধ্য হয়ে পাঁচ কিলোমিটার বিকল্প পখথ ঘুরে আসতে হয়। এতে অর্থ ও সময় ব্যয়সহ মৃত্যুর ঝুঁকি নিয়ে স্বাস্থ্যসেবার জন্য ক্লিনিকে যেতে হয়। ঝুঁকিপূর্ণ এ সাঁকোর পাশেই রয়েছে দুটি মাদ্রাসা ও এতিম খানা। একটি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ঈদগাহ মসজিদ। পারাপার আতঙ্কে প্রায় সময়ই দুর্ঘটনার শিকার হচ্ছে বয়স্ক নারী-পুরুষ, বিদ্যালয়ের কোমলমতি শিশু ও মাদ্রাসায় পড়ুয়া ছাত্র-ছাত্রীরা। এলাকাবাসী দ্রুত এ স্থানে ব্রিজ নিমার্ণের জন্য দাবি করেন।
নারায়ণগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা জানান, ব্রিজ নির্মাণ করার জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে এ বছরেই মধ্যে টেন্ডার দেয়া হবে। এবং মানুষের দুর্ভোগ লাঘবের জন্য দ্রুত এই স্থানটিতে ব্রিজ নির্মাণ করা হবে।
ব্রিজটি দ্রুত হলে এ অঞ্চলের মানুষের যেমন সুফল পাবে তেমনি কৃষি পণ্য বিক্রি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশের অর্থনীতির চাকা সচল হবে।