সোনালী ভবিষ্যতের স্বপ্ন দেখছেন নরসিংদীর লটকন চাষীরা
- আপডেট সময় : ০৫:৩৬:৫১ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
বিদেশে রপ্তানি হওয়ায় সোনালী ভবিষ্যতের হাতছানির স্বপ্ন দেখছেন নরসিংদীর লটকন চাষীরা। কম খরচে বেশি লাভ হওয়ায় প্রতি বছরই বাড়ছে বাগান। তবে, এবার অনাবৃষ্টিতে ফলন কম হয়েছে। করোনা পরিস্থিতিতে পাল্টে গেছে চিত্র। বাগান মালিকরা কিছুটা লাভবান হলেও, দু’বছর ধরে লোকসান গুনছে লটকন ব্যবসায়ীরা।
নরসিংদীতে এবার এক হাজার ৬শ’ ১০ হেক্টর জমিতে লটকনের আবাদ হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি হয়েছে শিবপুর উপজেলায়। ওষুধি গুণ থাকায় লটকনের জনপ্রিয়তা বেড়েছে কয়েক গুণ।
অন্য ফল ও ফসলের তুলনায় লাভ কয়েকগুন বেশি হওয়ায় লটকন চাষে ঝুঁকছে এই অঞ্চলের অনেকেই। তবে, অনাবৃষ্টির কারণে ফলন এবার ভালো হয়নি। বাজারে প্রতি কেজি লটকন বিক্রি হচ্ছে ৩০ থেকে ১২০ টাকা পর্যন্ত।
আকারে বড়, সুন্দর রঙ ও সুস্বাদু হওয়ায় নসিংদীর লটকনের চাহিদা বেশি। রপ্তানি হচ্ছে দেশের বাইরে। তবে, এবার করোনার কারনে লটকনের বাজার মন্দা বলে জানায়, পাইকাররা।
প্রক্রিয়াকরণ কেন্দ্র থাকলে লটকনের বহুমুখী ব্যবহার করা সম্ভব হবে বলে মনে করে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
কৃষি বিভাগ জানায়, এবছর জেলায় সাড়ে ২২ হাজার টন লটকন উৎপাদন হবে। এর বাজার মূল্য দেড়’শ কোটি টাকা।