সোমেশ্বরী নদীতে নিখোঁজের ২৩ ঘন্টা পর এক পাথর শ্রমিকের মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
নেত্রকোণায় দুর্গাপুর উপজেলায় সোমেশ্বরী নদীতে নিখোঁজের ২৩ ঘন্টা পর শাহীন মিয়া নামে এক পাথর শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
দুপুর আড়াইটার দিকে বিরিশিরি খেয়াঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। দুর্গাপুর থানার ইনচার্জ জানান, সোমবার বিকেলে শাহীন মিয়া নদীর খেয়া ঘাটের উত্তরে নৌকা থেকে পড়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। আজ দুপুরে বিরিশিরি খেয়াঘাটে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন স্থানীয়রা।
ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত এক ব্যক্তির গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে সদর উপজেলার ছোট খোচাবাড়ি তেঁতুলতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।