সোহরাওয়ার্দী উদ্যানের গণসমাবেশের জন্য অনুমতি চেয়েছিল বিএনপি : স্বরাষ্ট্রমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
নয়াপল্টনে নয়, সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশের জন্য অনুমতি চেয়েছিল বিএনপি, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে নারী পুলিশের ইতিহাস নিয়ে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। জানান, বিএনপির ইচ্ছা অনুযায়ী সরকার অনুমতি দিয়েছে। তবে ১০ ডিসেম্বর গণসমাবেশে দলের চেয়ারপার্সন খালেদা জিয়া যোগ দিলে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে আসাদুজ্জামান খান কামাল বলেন, সমাবেশের নামে অরাজকতা করলে ভুল করবে বিএনপির নেতাকর্মীরা।