সৌদি আরবের আল জউফ প্রদেশের গভর্নরের সাথে বাংলাদেশের রাষ্ট্রদূত বৈঠক
- আপডেট সময় : ০৯:৫৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
- / ১৮০৪ বার পড়া হয়েছে
সৌদি আরবে বাংলাদেশী অভিবাসীদের প্রশংসা করেছেন আল জউফ প্রদেশের গভর্নর- প্রিন্স ফয়সাল বিন নাওয়াফ বিন আবদুল আজিজ আল সউদ।
মঙ্গলবার সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী আল জউফের গভর্নরের সঙ্গে বৈঠক করেন। এ সময় বাংলাদেশী কর্মীদের প্রশংসা করেন তিনি। আল জউফের গভর্নর বলেন, বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে সৌদি আরব অত্যন্ত মূল্যবান মনে করে। দু’দেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আগামী দিনে আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন গভর্নর। রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী গভর্নরকে জানান, আল জউফ প্রদেশের বিভিন্ন শহরে অনেক বাংলাদেশী কর্মরত রয়েছেন। প্রদেশটিতে প্রচুর পরিমাণ জলপাই উৎপাদন ছাড়াও বিভিন্ন শস্য উৎপাদিত হয়ে থাকে। জউফ প্রদেশের কৃষি খামারে অনেক বাংলাদেশী কাজ করে কৃষিপণ্য উৎপাদনে ভূমিকা রাখছে বলে তাদের প্রশংসা করেন গভর্নর। একইদিন রাষ্ট্রদূত পাটোয়ারী আল জউফের চেম্বার অব কমার্সের সভাপতি ড. হামদান বিন আবদুল্লাহ আল সামরিনের সঙ্গেও বৈঠক করেন।