সৌদি আরবে মানবেতর জীবনযাপন করছে ২০ লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশি
- আপডেট সময় : ০৮:২২:৩১ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
সৌদি আরবে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ৩৮ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। আর সংক্রমণ রোধে সৌদি সরকার কারফিউ দেয়ায় মানবেতর জীবনযাপন করছে ২০ লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশি। এতে বেশি বিপাকে পড়েছেন অবৈধ অভিবাসীরা । খাদ্য সংকটের পাশাপাশি আর্থিক সংকটেও রয়েছেন তারা। এদিকে, প্রবাসী বাংলাদেশীদের সবধরনের সহযোগিতা দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে বলে জানান, সৌদিআরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ।
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদিআরবেও। দূতাবাসের হিসেবে সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৩৮ জন বাংলাদেশি।
দেশটিতে বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন ২০লাখের বেশি বাংলাদেশি। এরইমধ্যে করোনা সংক্রমণ রোধে সৌদি সরকারের পদক্ষেপে বন্ধ রয়েছে জরুরী সেবা ছাড়া সবধরনের ব্যবসা প্রতিষ্ঠান। এতে কর্মহীন হয়ে খাদ্য সংকটের পাশাপাশি অর্থ সংকটে পড়েছে প্রবাসীদের অনেকেই।
তবে বাংলাদেশিদের খাদ্য সংকট এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি স্বাস্থ্য সেবায় মেডিকেল টিম গঠন করার কথা জানান, দূতাবাস কর্মকর্তারা।
সৌদিআরবে বৈধ-অবৈধ সকল বাংলাদেশীদের সহায়তায় প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা রয়েছে বলে জানান, রাষ্ট্রদূত।
এদিকে, করোনাভাইরাসের ভয়াবহতা না কমলে তারাবীহ ও ঈদুল ফিতরের নামাজ বাড়িতেই পড়ার আহবান জানিয়েছেন সৌদি আরবের গ্রান্ড মুফতি শাইখ আব্দুল আজিজ বিন আল-শাইখ।