সৌদি তেল শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা
- আপডেট সময় : ০৮:০৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ৮ মার্চ ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে সৌদি আরবের তেলশিল্পের কেন্দ্রস্থলসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।
দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর পেট্রোলিয়াম রপ্তানির প্রধান বন্দর রাস তানুরসহ আরও কয়েকটি সামরিক ঘাঁটিতেও হামলা চালানো হয়। রোববারের এসব হামলাকে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার ওপর চালানো ব্যর্থ হামলা বলে অভিহিত করেছে রিয়াদ। হুতি বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারিয়ী জানান, আরামকোর স্থাপনাগুলোর পাশাপাশি দাম্মাম, আসির ও জাজান শহরে সৌদি সামরিক লক্ষ্যস্থলগুলোতেও হামলা চালানো হয়েছে। ১৪টি ড্রোন ও আটটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সাহায্যে সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় এসব হামলা চালানো হয় বলে জানান তিনি। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষেপণাস্ত্রবাহী ড্রোনগুলোকে লক্ষ্যে পৌঁছানোর আগেই বাধা দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে।