সৌদি নিয়োগকর্তা কাফালা পদ্ধতি বাতিলের চিন্তা করছে সৌদি সরকার
- আপডেট সময় : ০৬:৪৩:০৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
সৌদি কফিল বা নিয়োগকর্তা কাফালা পদ্ধতি বাতিলের চিন্তা করছে সৌদি সরকার। ফলে প্রবাসীরা তাদের কর্মজীবন অনেকটা স্বাভাবিক হবে বলে আশা করা যাচ্ছে। ২০২১ সালের প্রথম ছয় মাসের মধ্যেই এই উদ্যোগ বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়েছে।
আগামী সপ্তাহে নতুন এই উদ্যোগের কথা ঘোষণা করতে যাচ্ছে দেশটির সরকার। যেখানে নিয়োগকারী এবং প্রবাসী শ্রমিকদের মধ্যে চুক্তিভিত্তিক সম্পর্কের উন্নতি ঘটবে। সৌদির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এমন তথ্য রয়েছে। কাফালা পদ্ধতির অধীনে সৌদিতে বর্তমানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের এক কোটি শ্রমিক কর্মরত আছেন। একজন ব্যক্তির অধীনে বিদেশি শ্রমিক নিয়োগকে ‘কাফালা’ বলা হয়। এই পদ্ধতি ব্যবহারের কারণে আইনের গ্যাড়াকলে প্রবাসীদের বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয়। প্রায় সাত দশক ধরে সৌদিতে কাফালা পদ্ধতি চালু রয়েছে। অন্যদিকে, এবারের জি-২০ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। ১৯টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের সমন্বয়ে বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশগুলোর জোট জি-২০ সম্মেলনের আয়োজন করা হবে।